, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে অবৈধ প্রবাসীদের জরিমানা দিতে হবেনা যদি……।

প্রকাশ: ২০২০-০৩-২৭ ০৮:৪৫:৩৪ || আপডেট: ২০২০-০৩-২৭ ১০:১৮:৩৮

Spread the love

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ একটি ডিক্রি জারি করেছেন যে, একামা আইন লঙ্ঘনকারীরা জরিমানা আদায় থেকে অব্যাহতি পাবে, যদি তারা ১ থেকে ৩০ এপ্রিলের মধ্যে কুয়েত ত্যাগ করেন।

বৃহস্পতিবার রাতে জারি করা এই আদেশের ফলে, অবৈধ প্রবাসীদের কুয়েত ত্যাগে জরিমানা দিতে হবেনা ।

আরব টাইমসসহ কুয়েতের সবকটি পত্রিকায় স্বরাষ্ট্র মন্ত্রীর বরাত সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে ।

সুত্রে প্রকাশ, আসন্ন এপ্রিল মাসে দেশ ছাড়তে ইচ্ছুক বিদেশীদের জন্য বেশ কয়েকটি শর্ত নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে যে বিদেশীরা অন্য কোন আইনি সমস্যা না থাকলে কুয়েত ত্যাগ করতে পারবে,যেমন যেসব প্রবাসীদের ক্ষেত্রে কুয়েত ত্যাগে প্রশাসনিক বা বিচারিক বাধা রয়েছে, তাদেরকে অবশ্য আইনি প্রক্রিয়া শেষ করতে হবে ।

তবে আইনী বিধি মেনে আবাসিক বিষয়ক জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনে তাদের মামলাগুলি পর্যালোচনা করার অনুমতি দিতে পারে ।

মন্ত্রীর আদেশে বলা হয়েছে, যেসব অবৈধ প্রবাসী আগামী ১ থেকে ৩০ এপ্রিলের কুয়েত ত্যাগ করবেনা, তাদের অবশ্য জরিমান দিতে হবে এবং পুনঃরায় কুয়েত প্রবেশের সুযোগ পাবেনা ।

মনে রাখবেন, এই সুযোগ যারা গ্রহণ করিবে তারা অবশ্য নতুন ভিসায় কুয়েত প্রবেশ করিতে পারিবে ।

Logo-orginal