, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে একা্মা ও ভিজিট ভিসা আইন লঙ্ঘনকারীদের কোন ছাড় নয়” মেজর মারাফি

প্রকাশ: ২০২০-০৩-২৬ ১৯:৩০:১৫ || আপডেট: ২০২০-০৩-২৬ ২০:০২:৪৪

Spread the love

(ছবি, আল রাই থেকে সংগৃহীত)
কুয়েতে যেসব প্রবাসী একামা ও ভিজিট ভিসা আইন লঙ্ঘন করেছেন, তাদের কোন প্রকার ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন আবাসিক বিষয়ক সহকারী উপ-সচিব মেজর জেনারেল তালাল মারাফি ।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) দেশটির জনপ্রিয় আরবী দৈনিক আল রাইয়ের সাথে আলাপ কালে তিনি বলেন, যেহেতু রাষ্ট্রীয়ভাবে ইমিগ্রেশান আইন লঙ্গনকারীদের জরিমান মওকুফের কোন সিদ্ধান্ত গৃহীত হয়নি,যারা তাদের দেশে ফিরে যেতে চান তাদের অবশ্যই জরিমানা দিতে হবে ।

মেজর মারাফি আল রাইকে বলেছেন: “এখন অবধি আবাস আইন বা ভিজিটিং কার্ড লঙ্ঘনকারীদের ক্ষমা করার কোনও মন্ত্রীর সিদ্ধান্ত হয়নি, এবং যারা তাদের দেশে ফিরে যেতে চান তাদের সকলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বা বিমানবন্দরের বন্দরের প্রশাসনের মাধ্যমে বিমানবন্দরে যাওয়ার আগে অবশ্যই এই জরিমান পরিশোধ করতে হবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রীর সুত্রে কুয়েতের সবকটি মিডিয়ায় প্রকাশিত হয়েছিল সাধারণ ক্ষমার ঘোষণা ।

Logo-orginal