, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

গুজব ছড়াবেন না, গুজব ছড়ানো বন্ধ করুন, কুয়েতে সরকারের মুখপাত্র

প্রকাশ: ২০২০-০৩-২৬ ০৯:৩০:৩৪ || আপডেট: ২০২০-০৩-২৬ ০৯:৩৯:৩৫

Spread the love

করোনাভাইরাস রোধে কুয়েত সরকার গৃহীত নির্দেশনা মেনে চলুন এবং উদ্ভূত বর্তমান সংকটের মধ্যে দেশটির মানুষকে গুজব এবং মনগড়া ভিডিও ক্লিপ উপেক্ষা করার আহ্বান জানিয়েছে সরকার।

বুধবার (২৫ মার্চ) আল সাইফ প্লেইচে এক সাংবাদিক সম্মেলনে এই আহবান জানান কুয়েত সরকারের মুখপাত্র তারেক আল-মেরজেম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৪৮ ঘন্টা ধরে কুয়েত ছড়িয়ে পড়া গুজব এবং ভিত্তিহীন প্রতিবেদন তীব্রতর হয়েছে।

সরকারী মুখপাত্র বলেছেন, “আমাদের গুজব ছড়িয়ে দেওয়া বন্ধ করতে সহায়তা করুন ভুল তথ্যের প্রচারের বানোয়াট ভিডিও ক্লিপ সহ এই ভ্রান্ত উপকরণগুলি ফরোয়ার্ড না করার অনুরোধ করেন মিঃ তারেক।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পূর্ণ কারফিউ প্রয়োগের ক্ষেত্রে সরকারী জরুরি দল এখনও বিতরণ ব্যবস্থা খুঁজে পেতে সমবায় সমিতি এবং সুপারমার্কেটের প্রতিনিধিদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করছে।

আল-মেরজেম “পরিস্থিতি উন্নতি না হওয়া অবধি অতিরিক্ত খাদ্যদ্রব্য ক্রয় না করা কথা কুয়েতি ও প্রবাসীদের প্রতি পুনর্ব্যক্ত করেন।

সুত্রঃ টিকে।

Logo-orginal