, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

আরব আমিরাতে রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরে থাকার নির্দেশ

প্রকাশ: ২০২০-০৩-২৭ ১৯:১৪:৫৯ || আপডেট: ২০২০-০৩-২৭ ১৯:১৪:৫৯

Spread the love

সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে রবিবার (২৯ মার্চ) পর্যন্ত প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রথমদিন এ নির্দেশ পুরাপুরি কার্যকর হয়েছে। দুবাইয়ের মতো বিশ্বের অন্যতম ব্যস্ত শহরেও তেমন কেউ এ সময়ে বাহিরে যাননি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে স্থানীয় গণমাধ্যমকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৮টায় সারা দেশে করোনার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বাসিন্দারা নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। কেবলমাত্র খাদ্য, মেডিসিন এর প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদের বাহিরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেলও হতে পারে। সরকারের এ আইন শ্রদ্ধা করে দেশটির নাগরিকসহ বিশ্বের লাখ লাখ প্রবাসী নিজ নিজ ঘরে প্রথম দিন অবস্থান করেছেন। বাকী দিনগুলো দেশীয়-প্রবাসীসহ অন্যান্য দেশের প্রবাসীরাও মেনে চলবেন।সূত্রঃ কালের কন্ঠ ।

Logo-orginal