, শনিবার, ৪ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ইতালির মিলানে এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৬:৩৪:৫১ || আপডেট: ২০২০-০৩-০৪ ১৬:৩৪:৫১

Spread the love

ইতালির মিলানে বসবাসরত এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।

ইতালিতে প্রতি ঘণ্টায় ৩০ জন করে করোনাভাইরাস রোগী ধরা পড়ছে। এ প্রেক্ষাপটে অন-আর‌্যাইভাল ভিসা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ভিসা আবেদনের সঙ্গে মেডিক্যাল সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস ধরা পড়ে। এরই মধ্যে মধ্যে অন্তত ৮০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু চীনে। দেশটির মূল ভূখণ্ডে এ পর্যন্ত ২ হাজার ৯৮১ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন অন্তত ৮০ হাজার ২৭০ জন।

উৎসঃ কালের কণ্ঠ।

Logo-orginal