, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

ওমরাহ বন্ধ হওয়ায় মক্কা মদিনার ব্যবসায়ীদের মাথায় হাত

প্রকাশ: ২০২০-০৩-০৪ ১৯:৫১:০৪ || আপডেট: ২০২০-০৩-০৪ ১৯:৫১:০৪

Spread the love

আবুল কাশেম (প্রবাসী কলামিস্ট)ঃ সৌদি সরকার নিজ দেশের নাগরিকসহ সকল বিদেশী হাজিদের উপর ওমরাহ পালেন সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় মারাত্মক ক্ষতির মুখে পড়বে মক্কা,মদিনার ব্যবসায়ীরা।

বছরের প্রতিটিদিন হাজিদের আনাগোনায় মুখরিত থাকত বিশ্বের শ্রেষ্ঠ ও পবিত্র শহর মক্কা ও মদীনা, কিন্তু প্রাণঘাতী করোনা পাল্টে দিল সব হিসেবে নিকেশ।

আরবী সালের গননা ধরে বাৎসরিক চুক্তিতে দোকান নিয়ে বছরে পর বছর ব্যবসা করে আসছে বিশ্বের বিভিন্ন দেশের বাসিন্দারা।

কখনো মন্দা আবার কখনো আশাজনক লাভ করে নিজেদের ব্যবসার ভারসাম্য ধরে রাখে ব্যবসায়ীরা, বছর যেমনই অতিবাহিত হোক, আশায় বুক বেধে চেয়ে থাকত মাহে রমজান ও হজ মৌসুমের প্রতি, তবে করোনার থাবায় হতবাক এসব ব্যবসায়ীরা।

বাংলাদেশের প্রচুর ব্যবসায়ী রয়েছে সৌদি আরবে, বিশেষ করে মক্কা মদীনার অধিকাংশ ব্যবসায়ী চট্টগ্রাম জেলার বাসিন্দা।

মীর কামালের দুটি পাইকারী দোকান রয়েছে মক্কার মিছফালায়, মক্কায় ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে, কখনো এমন সংকঠে পড়েননি।

লোহাগাড়ার বাসিন্দা প্রবাসী ব্যবসায়ী কামাল আরটিএমকে জানান, আল্লাহর নিকট ফরিয়াদ করি, করোনা থেকে আমাদের হেফাজত করুন এবং রমজান ও হজ মৌসুমে আমাদের ব্যবসা করার সুযোগ দিন।

মদীনার হোটেল ব্যবসায়ী সাতকানিয়ার জাপর আলম আরটিএমকে বলেন, ওমরাহ পালনে নিষেধাজ্ঞা জারি বা করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, আমাদের মদীনায় বসবাস করা কঠিন হয়ে পড়বে।

গত রোববার করোনা আতংকে সৌদি সরকার বিদেশী নাগরিকদের ওমরাহ পালন নিষিদ্ধ করে।

এইদিকে আজ বুধবার (৪ মার্চ) করোন ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় মক্কায় ও মদিনায় নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের ওমরাহ পালন করতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে।

সৌদি আরবে এই পর্যন্ত মোট সাতজন করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

আরটিএম/একে

Logo-orginal