, মঙ্গলবার, ৭ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস” আজকে জুমার নামাজ আদায়ে যে পরামর্শ দিল কুয়েতের আওকাফ

প্রকাশ: ২০২০-০৩-১৩ ১৪:৩৩:২৫ || আপডেট: ২০২০-০৩-১৩ ১৪:৩৯:১৮

Spread the love

কুয়েতে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করে মসজিদে গিয়ে নামাজ আদায়ের বেশ কিছু নির্দেশনা দিয়েছে দেশটির ধর্ম মন্ত্রণালয় ।

শুক্রবার সকালে দেশটির ধর্ম মন্ত্রণায় তথা আওকাফ করোনা আক্রান্ত বা সন্দেহ যুক্ত সবার জন্য কিছু উপদেশ দিয়েছেন।

করোনাভাইরাসে রোগে আক্রান্ত ব্যক্তি বা সন্দেহ যুক্ত ব্যক্তি অবশ্য উপযুক্ত কর্তৃপক্ষকে অবহিত করবেন তিনি অসুস্থ ।

এই রোগে আক্রান্ত কারো মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়া উচিৎ হবেনা, এবং শুক্রবারের নামাজে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করবেন না । যদি তিনি তা না করেন তবে তিনি পাপী হবেন ।

এবং যদি যোগ্য কর্তৃপক্ষ তাকে পৃথকীকরণের সিদ্ধান্ত নেন, এবং তিনি না করেন তবে তিনি পাপীও বটে।

তাদের মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়ার চেয়ে ঘরে বসে নামাজ আদায় করার পরামর্শ দিয়েছে কুয়েতের আলেম সমাজ ।

দেশটির প্রসিদ্ধ ও বিজ্ঞ আলেম দ্বারা পরিচালিত আওকাফ আজ সকালে এই সংক্রান্ত বিষয়ে নোটিশ জারি করে ।
(ফাইল ছবি )

Logo-orginal