, সোমবার, ৬ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস ও কুয়েতের জিলিব আল সুক”

প্রকাশ: ২০২০-০৩-১৩ ১৯:৩৬:৪৬ || আপডেট: ২০২০-০৩-১৩ ১৯:৩৮:২৯

Spread the love

(ছবি আল রাই থেকে সংগৃহীত)
করোনার ভাইরাসের বিস্তার রোধে কুয়েত সরকার যখন জনসমাগম, সমাবেশ রোধ করার লক্ষ্যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে তখন প্রবাসীরা জিলিব আল সুকে হকারি অব্যহত রেখেছে ।

শুক্রবার (১৩ মার্চ ) আরবি দৈনিক আল রাই-এ প্রকাশিত এক সংবাদ শিরোনাম ছিল, আজকের জিলিব” ।

কুয়েত সরকার চেষ্টা করছে, কুয়েতি ও প্রবাসীরা ঘরে অবস্থান করুন” তখন জিলিবে (হাছাবিয়া ও আব্বাসিয়া) রাস্তা ঘাটে হকার ও ঘুরাঘুরি করছে বাংলাদেশী অধ্যুষিত হাছাবিয়ার বাসিন্দারা ।

এইদিকে আজ সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ কুয়েতি ও প্রবাসীদের অন্তত ২ সপ্তাহ ঘরে অবস্থান করার জন্য আবেদন করেছেন ।

বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদ, বাস, পার্ক, বড় বড় সুক ইত্যাদি ।

সকল বাংলাদেশির উচিৎ,কুয়েতের সকল নির্দেশনা মেনে ঘরে অবস্থান করা এবং সরকারের গৃহীত সকল পদক্ষেপে সহযোগিতা করা ।

প্লিজ কোন অবস্থায় আইন লংঘন করবেন না প্লিজ ।

Logo-orginal