, মঙ্গলবার, ৭ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস” কুয়েতের সকল মসজিদ বন্ধ ঘোষণা

প্রকাশ: ২০২০-০৩-১৩ ১৮:০৮:৫৯ || আপডেট: ২০২০-০৩-১৩ ২০:৩২:৩০

Spread the love

কুয়েতের সকল মসজিদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে । ওয়াকফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ফরিদ ইমাদী বলেছেন, করোনা ভাইরাস রোধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আজ সকালে আওকাফ মন্ত্রণালয়ে ফতোয়া কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়াদি পর্যালোচনা করে বিভিন্ন আলেম দ্বারা গঠিত কমিটি মসজিদে জুমা ও ওয়াক্তের নামাজ আপাতত না পড়ার জন্য বলেছেন ।

কেবলমাত্র মসজিদগুলিতে আজান দেওয়া হবে, কোন জামায়াত হবেনা । মুস্ললিদের নিজ ঘর বা রুমে নামাজ পড়ার অনুরোধ করেছে ।

আল রাই সুত্রে প্রকাশ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদ বন্ধ থাকিবে।

একজন বাংলাদেশী আরটিএমকে জানান দেশটির আবদুল্লাহ মোবারক ও গর্ব জিলিবে জুমার নামাজ আদায় না করে চলে যেতে বলে স্থানীয় পুলিশ।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কুয়েতে মোট ৮০ জন করোনাভাইরাসে সনাক্ত হয়েছে।

Logo-orginal