, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

করোনাভাইরাস” কুয়েতে সকাল ৮টা থেকে ২টা বাইরে থাকা যাবে” সংবাদটি মিথ্যা

প্রকাশ: ২০২০-০৩-১৩ ২৩:৪৭:১৪ || আপডেট: ২০২০-০৩-১৩ ২৩:৫৫:৪৮

Spread the love

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকাল ৮ থেকে ২ টা পর্যন্ত বাইরে অবস্থান করা যাবে” এমন সংবাদটি সত্য নয়।

আজ শুক্রবার বিকেলে এই জাতীয় একটি সংবাদ বিভিন্ন লোকের মোবাইলে প্রেরণ করে বলা হয় এই আইন অমান্য করলে ৫০০ দিনার জরিমানা” সংবাদটি সম্পুর্ণ মিথ্যা বলে জানিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করেন।

অবশ্য বিনা প্রয়োজনে রাস্তাঘাট, মার্কেট বা বাহিরের যে কোন স্থানে জনসমাগম এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস রোধে কুয়েত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে ২ সপ্তাহের ছুটি, বিমান চলাচল বন্ধ, পাবলিক বাস, শপিংমল, মসজিদ, পার্ক রেষ্টুরেন্ট, সিনেমা, ইত্যাদি বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভুয়া নিউজ বা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাইবার ও নিরাপত্তা বিভাগ।

আজ শুক্রবার বিকেল পর্যন্ত মোট ১০০ জন করোনা ভাইরাসে সনাক্ত হয়েছে কুয়েতে।

Logo-orginal