, শুক্রবার, ৩ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনাভাইরাস” সৌদিআরব ২৫০ প্রবাসী বন্ধীকে মুক্তি দিল

প্রকাশ: ২০২০-০৩-২৭ ১৬:১৫:১৫ || আপডেট: ২০২০-০৩-২৭ ১৬:১৫:১৫

Spread the love

সৌদি আরব অহিংস অভিবাসন ও একামা না থাকায় বন্ধী থাকা ২৫০ প্রবাসীকে মুক্তি দিয়েছে, এই সকল বিদেশী শ্রমিক অধিকাংশই বাংলাদেশ ভারত, পাকিস্তান ও মিশরি ।

ইমিগ্রেশান আইন ভঙ্গের অপরাধের জন্য গ্রেপ্তার হওয়া বিদেশী বন্দিকে মুক্তি দেওয়ার বিষয়টি মানবাধিকার কমিশনের (এইচআরসি) সভাপতি আওওয়াদ আল-আওয়াদ ।

আল-আওয়াদ একটি টুইট বার্তায় বলেছেন, “আমরা সৌদি কর্তৃপক্ষ ২৫০ জন বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করি।

এইচআরসি সভাপতি রয়টার্সকে এক বিবৃতিতে বলেছেন, তাদেরকে মুক্ত দিয়ে নিজ দেশে প্রেরণ করা হবে, এইসব বন্ধী মুক্তি দেওয়ায় বন্ধী থাকা বাকী কয়েদীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে ।

তবে মুক্ত হওয়া বিদেশী নাগরিকদের কবে নাগাদ দেশে পাঠানো হবে তাহা এখনো নিশিত হওয়া যায়নি ।

মিঃ আল-আওয়াদ যোগ করেছেন, “সিদ্ধান্তটি এই মহামারী থেকে সৌদি নাগরিক ও প্রবাসীদের উপস্থিত রক্ষায় সৌদি আরবের প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

সূত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal