, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

করোনা”রোধে এবার সৌদিতেও কারফিউ জারি

প্রকাশ: ২০২০-০৩-২৩ ০৮:৫৩:৪৫ || আপডেট: ২০২০-০৩-২৩ ০৮:৫৩:৪৫

Spread the love

করোনাভাইরাস রোধে কুয়েতের পর সৌদি আরবেও কারফিউ জারি করা হয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহ সালমানের নির্দেশে রয়েল কোর্টের নির্দেশে জারি হল জরুরী অবস্থা।

২৩ মার্চ হতে পরবর্তী ২১ দিন প্রতিদিন সন্ধ্যা ৭ টা হতে ভোর ৬ টা পর্যন্ত জন চলাচলে নিষেধাজ্ঞা (কারফিউ) আরোপ করেছে সৌদি সরকার। এই সময়ে কাউকে ঘরের বাইরে বের না হওয়ার জন্য আদেশ দেয়া হয়, এবং বন্ধ সব ধরণের দোকান পাট, রাস্তায় চলাচলকারী যানবাহন।

সৌদি রাজকীয় আদালতের বিবৃতিতে বলা হয়েছে, ২৩ মার্চ থেকে প্রতিদিন সন্ধা ৭ টা থেকে শুরু হয়ে ভোর ৬ টায় শেষ হবে।

পরর্বতী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কারফিউ বলবত থাকিবে বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ।

প্রসঙ্গত, গতকাল রোববার সৌদিতে একদিনে সর্বোচ্চ ১১৯ জন সনাক্ত হয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসে, দেশটিতে মোট সনাক্ত হওয়া সংখ্যা বেড়ে ৫১১ জন।

Logo-orginal