, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

করোনার নামে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

প্রকাশ: ২০২০-০৩-১১ ১১:৫২:০৪ || আপডেট: ২০২০-০৩-১১ ১১:৫২:০৪

Spread the love

করোনাভাইরাস নিয়ে হয়রানির শিকার হচ্ছে প্রবাসীরা, চেকআপের নামে হাতিয়ে নিচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা।

এমন অভিযোগ ও বিমানের একটি ছবিসহ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পোস্ট ।

প্রতিটি পোস্টের বিষয় ছিল, করোনার নামে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, হাতিয়ে নিচ্ছে ৫০০ থেকে ২০০০ টাকা।

বিষয়টি আদৌ সত্য কিনা তাহা যাচাই করা যায়নি,শাহজালালে কর্মরত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এমন কোন বিষয় তার জানা নেই, তিনি বলেন বিষয়টি সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে, বিমানবন্দরে করোনা ভাইরাস টেস্ট বা অন্য কোন বিষয়ে কেউ যদি টাকা দাবী করে, তা দণ্ডনীয় অপরাধ।

তিনি পরামর্শ দিয়ে বলেন, এমন হয়রানির সম্মুখীন হলে অভিযোগ জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এইদিকে ভাইরাল হওয়া পোস্টটিতে তীর্যক মন্তব্য করে হতাশা প্রকাশ করেছে প্রবাসীরা।

রেমিট্যান্স যোদ্ধাদের দাবী বিমানবন্দর কতৃপক্ষ বিষয়টি দেখবেন এবং প্রবাসীদের অযথা হয়রানি না করার অনুরোধ করেন।

Logo-orginal