, সোমবার, ৬ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনা রোধে কুয়েতে শুরু হল কারফিউ (ভিডিও)

প্রকাশ: ২০২০-০৩-২২ ২০:১৮:২৪ || আপডেট: ২০২০-০৩-২২ ২০:৩৮:১১

Spread the love

করোনাভাইরাসে রোধে জারি করা কারফিঊ শুরু হয়েছে, দেশটির রাস্তায় আধা সামরিক ও পুলিশের গাড়ী সাইরেন বাজিয়ে জরুরী অবস্থার জানান দিচ্ছে ।

প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ভোর চারটা পর্যন্ত কারফিউ চলমান থাকিবে ।

এর আগে গতরাতে সরকারী মুখপাত্র মিঃ তারেল আল মুজাইরিম জরুরী অবস্থা জারির বিষয়টি নিশ্চিত করেন ।

কুয়েতে করোনাভাইরাস বিস্তার রোধে জরুরী অবস্থা জারির সিদ্ধান্ত নেয় দেশটির প্রধানমন্ত্রীে নেতৃত্বাধীন উচ্চ কমিটি ।

আজ রবিবার বিকেল ৫ টায় পুরো কুয়েত জুড়ে একযোগে বন্ধ হয়ে গেছে সমস্ত দোকান পাট ও রাস্তার গাড়ী ।
পরর্বতী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবত থাকিবে ।

জরুরী অবস্থা লঙ্ঘনকারীদের কঠোর শাস্তি ঘোষণা করা হয়েছে, তিন বছরের কারাদণ্ড বা কেডি ১০,০০০ জরিমানা করা হবে ।

এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশী অধ্যুষিত হাছাবিয়া থেকে আরটিএমকে এক প্রবাসী জানান, জীবনে প্রথম এমন নীরব নিস্তবতা দেখেছেন হাজার হাজার মানুষের সমাগম থাকা জিলিবে ।

Please Stay Home- সংবাদটি শেয়ার করুন ।

Logo-orginal