, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনা রোধে কুয়েতে সামাজিক অনুষ্ঠান উদযাপন” নিষিদ্ধ

প্রকাশ: ২০২০-০৩-১৮ ১৯:১৩:০৫ || আপডেট: ২০২০-০৩-১৮ ১৯:১৩:০৫

Spread the love

কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী বিবাহ-সহ সামাজিক উদযাপন নিষিদ্ধ করার আদেশ জারি করেছেন, আজ বুধবার (১৮ মার্চ ) এই আদেশ জারি করা হয় ,

দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনায় প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয় ।

আদেশে বলা হয়,করোনভাইরাস ( সিভিডি 19) প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে বাইরে ও ভিতরে বিবাহ, ভোজন এবং বিভিন্ন ধরণের সামাজিক জমায়েত নিষিদ্ধ করে আদেশ জারি করেছেন, স্বাস্থ্য মন্ত্রী ডাঃ শেখ বাসেল আল সাবাহ ।

আদেশে বলা হয়েছে, বৃহত্তর-পারিবারিক জমায়েত, সংবর্ধনা, সরকারী ও বেসরকারী দিওয়ানিয়াস (জড়ো হলগুলি) নতুন পদক্ষেপের অন্তর্ভুক্ত করে।

পুলিশকে এই রোগ প্রতিরোধের সাথে সম্পর্কিত আইন মেনে ডিক্রিগুলি কার্যকর করার দায়িত্ব দেওয়া হবে।

করোনাভাইরাস বিস্তার রোধে দেশব্যাপী প্রচেষ্টার অংশ হিসাবে সমস্ত ব্যবস্থা কার্যকর করা হবে ।

Logo-orginal