, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

কুয়েতে কোন বাংলাদেশী করোনায়ভাইরাসে সনাক্ত হয়নি, তবে…

প্রকাশ: ২০২০-০৩-০৩ ০৯:২৮:২৪ || আপডেট: ২০২০-০৩-০৩ ০৯:২৮:২৪

Spread the love

(বাংলাদেশ দুতাবাসরে ফাইল ছবি)
কুয়েত সিটিঃ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সর্বশেষ তথ্য অনুসারেে কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৬ জন।

তবে কোন বাংলাদেশী ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি, বিষয়টি আরটিএমকে নিশ্চিত করেন বাংলাদেশ দুতাবাসের উর্ধতন এক কর্মকর্তা।

তিনি জানান, দুতাবাস কুয়েতি কতৃপক্ষের সাথে নিবিড় যোগাযোগ করেছে, যেহেতু প্রচুর সংখ্যক বাংলাদেশী কুয়েতের স্বাস্থ্য বিভাগে কর্মরত আছে, তাই বিষয়টিকে আমরা বেশ গুরুত্ব সহকারে নিয়েছি।

এইদিকে কুয়েতে করোনা ভাইরাসে সনাক্ত হওয়া সবাই ইরান ফেরত নাগরিক।

গতকাল সোমবার কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ আল সানাদের প্রেস ব্রিফিংয়ের তথ্য অনুসারে রোগীর (সিওভিড -১৯) সংখ্যা মোট ৫৬ জন।

যেসব বাংলাদেশী হাসপাতালের বিভিন্ন পদে কর্মরত আছেন বা যারা করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা যত্নে নিয়োজিত, তাদের শতভাগ সেফটি মাস্ক, হাত মৌজা ও ড্রেস পরিধান করা জরুরী।

অন্যদিকে আশংকা বিষয় হল, যেসব কোম্পানির ব্যারাকে গাদাগাদি করে একরুমে ১০/১২ জনের বসবাস তাদের অবশ্য সতর্কতা অবলম্বন জরুরী।

আরব দেশগুলির মধ্যে কুয়েতে আক্রান্তের সংখ্যা বেশী, ২য় অবস্থানেে রয়েছে বাহরাইন।

ভাইরাসটির মুখোমুখি হওয়ার পর থেকে কুয়েত সরকার বিশ্বব্যাপী করোনাভাইরাস সম্পর্কিত সমস্ত উন্নয়নের বিষয়ে অনুসরণ অব্যাহত রেখেছে।

Logo-orginal