, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েতে বিদেশী শ্রমিকসহ এক বিল্ডিংকে কোরায়ান্টাইন হোম ঘোষণা

প্রকাশ: ২০২০-০৩-১৬ ১৩:০১:৩৯ || আপডেট: ২০২০-০৩-১৬ ১৩:১৫:৩৫

Spread the love

কুয়েতের ফারয়ানিয়ায় প্রায় ২৫০ বিদেশীকে কোরায়ান্টাইন করে রাখা হয়েছে, সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে কতৃপক্ষ ।

কিছুক্ষন আগে আরব টাইমসে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ।

সুত্রে প্রকাশ, এক আরব দেশের একজন শ্রমিক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকার কারণে, তার আবাসস্থল ফারওয়ানিয়া ১ নং এরিয়ার নাছের আল হামাদ সড়কের বিল্ডিংটি বিদেশী সকল শ্রমিকসহ কোরায়ন্টাইন হোম ঘোষণা করেছে স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

তবে কতজন শ্রমিকের বসবাস সে বিল্ডিং-এ, ও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি ।

এইদিকে গতকাল রোববার পর্যন্ত করোনাভাইরাসে মোট ১১২ জন সনাক্ত হয়েছে

Logo-orginal