, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

গুজব ঠেকাতে করোনার পোস্ট মুছে ফেলেছে ফেসবুক

প্রকাশ: ২০২০-০৩-১৮ ১১:৫৮:৪৩ || আপডেট: ২০২০-০৩-১৮ ১১:৫৯:১৫

Spread the love

নিজেদের প্লাটফর্ম ব্যবহার করে কেউ যেন প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য বা গুজব ছড়িয়ে দিতে না পারে সেজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুক গুগল, টুইটার, মাইক্রোসফটসহ অন্যান্য প্রযুক্তি কোম্পানিগুলো।

কোভিড-১৯ নিয়ে করা অনেক পোস্টই ব্লক করে দেওয়া হয়েছে বা হাইড করে ফেলেছে ফেসবুক। অনেকেই এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। অনেকের বক্তব্য করোনার এই প্রাদুর্ভাবের সময়ে এমন হওয়াটা মোটেও ঠিক না।

ফেসবুক, গুগল, টুইটার, মাইক্রোসফট এবং রেডিটের মতো প্রতিষ্ঠানগুলো যৌথ বিবৃতি দিয়ে তাদের প্লাটফর্মে করোনার বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই ঘোষণা দিয়েছে।

অনেকেই বলছেন, এটা একটা ভালো জিনিস। এর ফলে মিথ্যা, ভুল বা আতঙ্কজনক তথ্য কম ছড়াবে। বর্তমান বিশ্বে ফেসবুক হচ্ছে সংবাদের অন্যতম উৎস। আমরা ফেসবুক থেকেই এখন বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর পেয়ে থাকি। সে কারণেই ফেসবুক তাদের প্লাটফর্মে যেসব তথ্য যাচ্ছে সেগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

তবে ফেসবুক করোনা নিয়ে করা পোস্ট ডিলেট করায় এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার মনে হচ্ছে ফেসবুক আমাদের ভুল তথ্য দিতে চাচ্ছে এবং তারা চাচ্ছে আমরা মারা যাই।

তবে ফেসবুক বলছে, তারা শুধুমাত্র করোনাভাইরাস নিয়ে করা খবর বা পোস্ট ডিলেট করছে না বরং যেগুলো বিরক্তিকর, হয়রানিমূলক বা ভুল তথ্য সেগুলোও সরিয়ে ফেলা হচ্ছে।

Logo-orginal