, মঙ্গলবার, ৭ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

গত ২৭ ফেব্রুয়ারী থেকে কুয়েতে প্রবেশকারী সকল বিদেশীকে করোনা টেস্ট সম্পন্ন করতে হবে

প্রকাশ: ২০২০-০৩-১২ ১২:৫২:০৩ || আপডেট: ২০২০-০৩-১২ ১৬:২৪:২৩

Spread the love

করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে কুয়েত সরকার নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে গত
২৭শে ফেব্রুয়ারি থেকে যারা কুয়েত প্রবেশ করেছে তাদেরকে করোন ভাইরাস চেক-আপ করা বাধ্যতামুলক।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারিকৃত নোটিশ অনুসারে ১৪ বাসায় অবস্থানের পর তাদের নির্ধারিত স্থানে চেকআপ করিতে হইবে।

মিশর সিরিয়া ও লেবনানের নাগরিকদের সরাসরি চেকআপ করা হচ্ছে, যাদের শরীরে জ্বর কফ বা কাশির লক্ষণ দেখা গেছে।

বাংলাদেশ থেকে আগত যেসব যাত্রী ২৭ ফেব্রুয়ারী কুয়েত প্রবেশ করেছেন, তাদেরকে ১৪ দিন বাসায় অবস্থান করতে বলা হয়েছে।

১৪ দিন পর মেবাইলে এসএমস বা ফোনে কল করে চেকআপের জন্য ডাকা হবে।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী মিশরিফের ৬ নং এক্সিভিশন হলকে করোনা ভাইরাস সনাক্ত টেস্ট করার জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

কুয়েতের জেলা ভিত্তিক তারিখ নির্ধারণ করে টেস্ট সম্পন্ন করা হবে জানিয়েছেন কতৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) আল জাহারা, ১৩ মার্চ মোবারক আল কাবির, ১৪ মার্চ ফরওয়ানিয়া, ১৫ মার্চ হাওয়াল্লি, ১৬ মার্চ আহমেদি ও ১৭ মার্চ আল আসিমা কেন্দ্রে যোগাযোগ করতে হবে। তবে যোগাযোগের সময় সঙ্গে অবশ্যই সিভিল আইডি ও পাসপোর্ট রাখতে হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কুয়েতে আজ বৃহস্পতিবার থেকে দুই সপ্তাহের ছুটি শুরু হয়েছে, গতকাল ঘোষিত সরকারী ছুটি শেষ হবে আগামী ২৬ মার্চ।

Logo-orginal