, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

ছুটি শেষে কুয়েতে প্রবেশকালীন বাংলাদেশসহ যেসব প্রবাসীর মেডিকেল চেকআপ করা হবে

প্রকাশ: ২০২০-০৩-০৩ ২২:০৭:৫৬ || আপডেট: ২০২০-০৩-০৪ ০১:১৪:৪০

Spread the love

কুয়েত সিটিঃ ছুটি শেষে কুয়েতে প্রবেশের সময় মেডিকেল চেকআপ করতে হবে ঘোষণা দিয়েছে সিভিল এভিয়েশন কতৃপক্ষ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকালে জারিকৃত একটি নোটিশে বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের ক্রমবর্ধমান উৎপত্তির কারণে কুয়েত সরকার এই সিদ্ধান্ত নিয়েছ।

সিভিল এভিয়েশনের নোটিশ সুত্রে প্রকাশ, চলতি মার্চ মাসের ৮ তারিখ থেকে কুয়েতে প্রবেশের আগে ফিলিপাইন, ভারত, বাংলাদেশ, মিশর, সিরিয়া, আজারবাইজান, তুরস্ক, শ্রীলঙ্কা, জর্জিয়া এবং লেবাননী নাগরিকদের জন্য মেডিকেল টেস্ট (পিসিআর) করতে হবে।

সুত্র মতে কোরোনা ভাইরাসে আক্রান্ত নয়, এমন দশটি দেশের নাগরিকদের ছুটিতে গিয়ে কোয়ার্রেন্টাইন ঝামেলা ছাড়া ফিরে আসার সুযোগ উন্মুক্ত রেখেছে কুয়েত সরকার।

তবে ক্ষেত্রে আপনি দেশে থেকে আসার সময়, কোরোনা ভাইরাসে আক্রান্ত নয় বলে নিজ দেশে কুয়েত এম্বেসি সিলেক্ট করা স্বাস্থ্য কেন্দ্র থেকে পরীক্ষা করে মেডিকেল সার্টিফিকেট সাথে নিয়ে আসতে হবে। চলতি (মার্চ) মাসের আট (০৮/০৩/২০২০ ইং) তারিখ থেকে এই কানুন কার্যকর করা হবে।

সিভিল এভিয়েশন জানিয়েছে ৮ মার্চ, থেকে আগত প্রবাসীদের অবশ্য মেডিকেল সার্টিফিকেট দেখাতে হবে, নচেৎ নিজ দেশে ফেরত পাঠানো হবে আগত যাত্রীকে।

কুয়েতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত মোট ৫৬ জনের করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে।

Logo-orginal