, শুক্রবার, ৩ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

জরিমানা আদায় না করায় ৮৯ জন মিসরীয় কুয়েত ত্যাগ করতে পারেনি

প্রকাশ: ২০২০-০৩-২৭ ২০:৩৫:২৪ || আপডেট: ২০২০-০৩-২৭ ২০:৪০:৪৩

Spread the love

কুয়েত ত্যাগের প্রাক্কালে নির্ধারিত জরিমানা আদায় না করায় ফ্লাইটে উঠতে পারেনি ৮৯ জন মিশরীয় নাগরিক, তাদের আজকে কুয়েত ছেড়ে যাওয়ার টিকেট ছিল ।

আরবী দৈনিক আল রাই জানিয়েছে আজ শুক্রবার মোট ৩৯৭ জন মিশরের বাসিন্দা কুয়েত ত্যাগের কথা ছিল, তবে তাদের একামা আইন লঙ্গনের দায়ে জরিমানা আদায় করতে নির্দেশ কুয়েত বিমানবন্দর ইমিগ্রেশন অফিসার, মিশরীয় নাগরিকরা তাহা আদায় করতে অপরাগতা প্রকাশ করিলে, তাদের যাত্রা স্থগিত করে ফিরিয়ে দেওয়া হয়।

এমন পরিস্থিতিতে মিশরীয় নাগরিকরা অশোভন আচরণ করে পুলিশ অফিসারের সাথে, ইমিগ্রেশন কতৃপক্ষ বলেছে সরকার ঘোষিত সাধারণ ক্ষমা যেহেতু আগামী ১ লা এপ্রিল থেকে কার্যকর হবে, সে কারণে নির্ধারিত তারিখে আগে কুয়েত ত্যাগ করিলে জরিমানা আদায় করিতে হইবে ।

সুত্রে প্রকাশ, কেবলমাত্র কয়েকজন জরিমানা পরিশোধ করে দুপুরের একমাত্র ফ্লাইটে মিশরের উদ্দেশ্য কুয়েত ছেড়ে গেছেন ।

উল্লেখ্য, মিশর সরকার নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে কুয়েত সরকারকে ফ্লাইট চালুর অনুরোধের প্রেক্ষিতে প্রতিদিন ১টি করে ফ্লাইট চালু করেছে মিশর এয়ায়ওয়েজ ।

(ছবি, সংগৃহীত )

Logo-orginal