, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

ফুলকলিতে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ” সোশ্যাল মিডিয়ায় তোলপাড়

প্রকাশ: ২০২০-০৩-২৫ ১১:৪৬:০২ || আপডেট: ২০২০-০৩-২৫ ১১:৪৬:০২

Spread the love

ফুলকিলেত প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ” এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ফেইচবুকে ফুলকলি শো-রুমের ছবিটি পোস্ট দিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে।

গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বিদেশীরদের প্রবেশ নিষিদ্ধ” লেখাসহ তাদের একটি শো-রুমের পোস্ট ছড়িয়ে পড়লে মহুর্তেই ভাইরাল হয় সোশ্যাল জগতে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত চট্টগ্রামের প্রবাসীরা ফুলকলির এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ব্যাখ্যা দাবী করে বলেছেন, অন্যথায় ফুলকলি বর্জেনর ডাক দেওয়া হবে।

সৌদিআরবের মদীনার এক বিশিষ্ট ব্যবসায়ী আরটিএমকে গতরাতে বিষয়টি নিয়ে নিউজ করার অনুরোধ করে বলেন, প্রবাসীর টাকায় গড়ে উঠা ফুলকলি’র এমন সিদ্ধান্ত প্রত্যাহার না করলে প্রতিষ্ঠানটি বর্জনের ডাক দেওয়া হবে।

কুয়েত প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক লোহাগাড়ার বাসিন্দা আবুল কাশেম বলেছেন, ফুলকলির চেয়ারম্যান জনাব হাজী শাহ আলমের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে চাওয়া হবে।

আরটিএমের পক্ষ হতে বিষয়টি জানানর জন্য চট্টগ্রামের আছাদগন্জ অফিসে যোগাযোগ করা হলে, একজন উর্ধতন কর্মকর্তা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে, প্রকৃত বিষয়টি জেনে মিডিয়ায় জানানো হবে।

তিনি বলেন, ফুলকলি প্রবাসী বান্ধব প্রতিষ্ঠান, বিরোধী নয়।

তবে ইতিমধ্যে ফেইচবুকে ফুলকলি বিরোধী শত শত আপলোড দিয়েছে প্রবাসীরা।

আরটিএম মিডিয়া আজ বিকেলে ফুলকলি হতে তথ্য সংগ্রহ করে একটি প্রতিবেদন প্রকাশ করিবে।

Logo-orginal