, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

রাঙ্গুনিয়ায় করোনা সচেতনতায় ওসির প্রচারণা, দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং

প্রকাশ: ২০২০-০৩-২৪ ০৯:১৫:২০ || আপডেট: ২০২০-০৩-২৪ ০৯:১৫:২০

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ
প্রাণঘাতী করোনা ভাইরাস সচেতনতায় প্রচারণা চালিয়েছে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার (২৩ মার্চ) সকাল থেকে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকা, বাজার, যানবাহন স্ট্যান্ডে চলাচলরত পথচারীদের হাতে ‘নিজে সচেতন হউন, অন্যকে সচেতন করুন, করোনা ভাইরাস থেকে বাঁচুন’ এমন নানা স্লোগান সম্বলিত লিফলেট তুলে দেন।

এসময় তিনি রোয়াজারহাট সহ বিভিন্ন বাজারের দোকানে দোকানে গিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মনিটরিং এবং ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বন করে করোনা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিদেশফেরতদের হোম কোয়ারেন্টিনে থেকে নিজেদের সঙ্গে সঙ্গে অন্যদেরও সুস্থ রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া থানার পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিং, বিদেশ ফেরতদের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টিন পর্যবেক্ষণ করা হচ্ছে। করোনা সচেতনতায় পুলিশের এই প্রচারণা কার্যক্রম নিয়মিত চালানো হবে।

Logo-orginal