, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

সৌদিআরবে ২২ মিশরীয়সহ আরো ২৪ জন সনাক্ত,, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ জন

প্রকাশ: ২০২০-০৩-১২ ১৪:৫৩:০৮ || আপডেট: ২০২০-০৩-১২ ১৪:৫৩:০৮

Spread the love

সৌদিআরবে নতুন করে আরো ২৪ জনের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রথম দফায় আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে একজন আরোগ্যলাভ করেছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৪ জনে। যাদের মধ্যে ২২ জনই মিশরীয় নাগরিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কতৃপক্ষ।

এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে ভারত, পাকিস্তান , শ্রীলংকা , ফিলিপাইন, সুদান, সুদান, ইথিওপীয়া , ইরিত্রিয়া , জিবুতি , সোমালিয়া , কেনিয়া সহ ইউরোপীয় ইউনিয়নের সকল রাষ্ট্র হতে সৌদিতে প্রবেশ ও কিংবা সৌদি হতে সেসব দেশে গমন নিষিদ্ধ করা হয়েছে।

তবে এসব দেশ হতে সৌদি নাগরিকগন এবং সৌদিতে কাজ করা সেসব দেশের নাগরিকগনের যাদের ভিসার ও ইকামার মেয়াদ রয়েছে তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে সৌদিতে ফিরে আসার সুযোগ রয়েছে।

সৌদিতে কাজ করা ভারত ও ফিলিপাইন এর স্বাস্থ্য কর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এই নির্দেশের ফলে বাংলাদেশ হতে ভারত, পাকিস্তান ও শ্রীলংকা মারফত ট্রানজিট হয়ে আসা যাত্রীরা আর সৌদিআরবে আসতে পারবেন না। বাংলাদেশ হতে শুধুমাত্র সরাসরি ফ্লাইট যোগে সৌদিআরবে আসার সুযোগ রয়েছে।
অন্যদিকে জর্ডানের সাথে সৌদির সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে ।

মামুনুর রশিদ
বাংলাদেশ দূতাবাস, রিয়াদ
১১/৩/২০২০

Logo-orginal