, শুক্রবার, ৩ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে নতুন আরো ৯২ জন সনাক্ত” সংখ্যা বেঁড়ে ১,১০৪ জন

প্রকাশ: ২০২০-০৩-২৭ ২১:২৩:২৪ || আপডেট: ২০২০-০৩-২৭ ২১:৩২:২৯

Spread the love

রিয়াদ: সৌদি আরবে মারাত্মক করোনাভাইরাসের নতুন ৯২ জন নতুন সনাক্ত হওয়ার নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় । যাহা মোট সংখ্যা দাঁড়িয়েছে ১১০৪ জনে ।

শুক্রবার (২৭ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ মুহাম্মদ আল-আবদাল আলি নিয়মিত ব্রিফিং-এ এই তথ্য জানান । শুক্রবার ঘোষণা করেছে।

তিনি জানান, ৯২ টি মামলার মধ্যে ৪ টি রিয়াদে, ১৯ জন মদিনায় এবং ১০ টি আল-কাতিফে পাওয়া গেছে।

জেদ্দায় সাতটি, দাম্মামে চারটি, ধাহরানে দু’টি এবং বুরেদাহে আরও দুটি মামলা সনাক্ত হয়েছে।

করোনভাইরাসে একটি নতুন মামলা সনাক্ত হয়েছে হুফফে । অন্যটি আল খোবারে সনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডঃ মুহাম্মদ আল-আবদাল আলি বলেছেন, কিংডম ভাইরাসের জন্য ৪৫,০০০ বেশি ব্যক্তির পরীক্ষা সম্পন্ন হয়েছে ।

আইসিউতে ৬জন রোগী নিবিড় পর্যবেক্ষণে রয়েছে, ৩ জনের মৃত্যু এবং ৩৫ জন সুস্থ হয়েছে বলে যোগ করেন মিঃ আলি ।
সূত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal