, মঙ্গলবার, ৭ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সৌদিতে নতুন ১১৯ জন সনাক্ত, সংখ্যা বেড়ে ৫১১ জন

প্রকাশ: ২০২০-০৩-২২ ২৩:৫৬:৫২ || আপডেট: ২০২০-০৩-২৩ ০০:১০:২১

Spread the love

রিয়াদঃ সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন ১১৯ জন সনাক্ত হয়েছে, (কোভিড -১৯) দেশটিতে তীব্রতার সহিত বৃদ্ধি পেয়েছে এবং তাতে সৌদিতে সংক্রমণের মোট সংখ্যা ৫১১ জন হয়েছে।

রবিবার (২২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদেল আলী নিয়মিত ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় কিংডমে ১১৯ টি মামলা শনাক্ত করা হয়েছে (শনিবারের সংখ্যাটি ছিল ৪৮)।

তবে তিনি বলেছেন, দুইজন সংক্রামিত ব্যক্তি সর্বশেষ সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়েছে ১৮ জন ।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখার সময় মিঃ আবদেল আলী জনসাধারণকে তাদের বাড়িতে থাকতে এবং অন্যের সাথে যোগাযোগ এবং বাইরে চলাচল এড়াতে অনুরোধ করেন।

তিনি বলেছেন, যে তুরস্কের নাগরিকদের মধ্যে এবং পূর্বে ঘোষিত সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে নতুন সংক্রমিত হয়েছে ৭২ জন । তবে মক্কার স্বাস্থ্য কোয়ারেন্টিনে যারা আছেন, তাদের সবার অবস্থা ভালো।

১১৯ টি মামলার মধ্যে ৭২ টি মক্কায়, ৩৪ টি রিয়াদে, চারটি আল-কাতিফে এবং তিনটি আল-আহসায় অবস্থিত বলে মুখপাত্র জানিয়েছেন।

মুখপাত্র আরও জানান, খোবারে তিনটি মামলা, একটি মামলা ধাহরানে, একটি মামলা দাম্মামে এবং একটি মামলা কাসিমের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদেল আলী জানান, আমরা বার বার সামাজিক অনুষ্ঠান এবং সমাবেশে অংশ নেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছি কারণ তাহা সমাজের মানুষের পক্ষে বিপজ্জনক।

করোনার বিরোধী প্রতিরোধমূলক ও সতর্কতামূলক পদক্ষেপগুলি দৃড়তার সাথে গ্রহণ অব্যাহত রয়েছে, ” জনাব আবদেল আলী বলেছেন, মানুষকে জরুরী কোন বিষয় না হলে, শহরগুলির মধ্যে ভ্রমণ করবেন না ।

সূত্রঃ সৌদি গেজেট ।

Logo-orginal