, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সড়ক দুর্ঘটনা: বাবা ও বোনের পর চলে গেলেন ভাই

প্রকাশ: ২০২০-০৩-১৫ ১৪:৩৯:৫৪ || আপডেট: ২০২০-০৩-১৫ ১৪:৩৯:৫৪

Spread the love

বাগেরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার রাত ২টার দিকে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী হাসান (২২)। তিনি লোক প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

খুলনা-মাওয়া মহাসড়কের কাক ডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মেহেদী হাসান কুষ্টিয়া জেলার সদর উপজেলার বোতালী গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র। এর আগে মেহেদীর বাবা এবং বোন পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মারা যান। এই নিয়ে মেহেদীর পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন তিনটি আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেলেন।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক বিতান খানম বলেন, মেহেদী হাসানের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আহতদের মধ্যে অজ্ঞাতনামা পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বিভিন্ন হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠান হয়। এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।

সূত্র: ইত্তেফাক,

Logo-orginal