, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

করেনা আতংকে বিনা চিকিৎসায় হারিয়ে গেল ঢাবি ছাত্র সুমন

প্রকাশ: ২০২০-০৪-০৭ ১৪:০৪:৪৬ || আপডেট: ২০২০-০৪-০৭ ১৪:০৪:৪৬

Spread the love

অকালে অবহেলায় চলপ গেলে একটি জীবন, করোনা আতংকে কোন ডাক্তার বা হাসপাতাল তাকে ছুঁয়েও দেখেননি, টেলে দিল পরপারে।

ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুমন চাকমা। করোনা আতংকের কারণে তাকে ভর্তি করা হয়নি। অবশেষে বিনা চিকিৎসায় মারা গেলেন তিনি। কদিন আগে তিনি ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন আমার করোনা হয়নি, অথচ পরিস্থিতি দেখে মনে হচ্ছে করোনা জন্য আমার মরে যেতে হবে। তার সেই কথাই সত্য হলো।সোমবার তিনি মারা যান।

জানা গেছে, সুমন চাকমা ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সম্প্রতি ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে উনার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তিনি বিভিন্ন হাসপাতালে ঘুরেও চিকিৎসা নিতে পারেননি। করোনা আতঙ্কের মধ্যে এভাবে হাসপাতালে ভর্তি হতে না পেরে নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন সুমন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ২২তম ব্যাচের। জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।
সুত্রঃ ক্যাম্পাসলাইভ২৪।

Logo-orginal