, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কারফিউ চলাকালীন সময়ে কুয়েতের সুপার মার্কেট থেকে প্রবাসীরাও সেবা পাবে

প্রকাশ: ২০২০-০৪-০২ ০০:০৭:৫৯ || আপডেট: ২০২০-০৪-০২ ০০:২৪:৩৩

Spread the love

কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সমবায় ইউনিয়ন বেশিরভাগ কো-অপারেজে ডেলিভারি পরিষেবা চালু করার ঘোষণা দেয়। এই পরিষেবা উভয় নাগরিকের জন্য এবং প্রতিটি সমবায় স্টোরের অঞ্চলে বসবাসকারীরা সেবা পাবে ।

গতকাল মঙ্গলবার থেকে কুয়েতের সুপার মার্কেট থেকে মাল ডেলিভারী দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, এবং সেবাটি কারফিঊ চলাকালীন সময়ে দেওয়া বিষয়ে ব্যাপক আলোচনা হয় ।

প্রাথমিক সিদ্ধান্তে শুধুমাত্র কুয়েতি নাগরিকদের সুপার মার্কেটের সেবা দেওয়া হবে, তবে আজ মঙ্গলবার এই সেবা প্রবাসীরাও পাবে বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ ।

বিভিন্ন কো-অপের (জামেয়া) অনলাইনে পণ্য বিক্রি সর্বনিম্ন অন্তত ১০ দিনার সম পরিমাণ পণ্য ক্রয় করিতে হবে , তবে কোন কোন সুপার মার্কেটে আরো কম মুল্যের পণ্যও অনলাইনে ডেলিভারী দেওয়া হবে যোগ করেছেন সমবায় কতৃপক্ষ ।

ঊল্লেখ্য, গত সোমবার থেকে সিভিল আইডির ঠিকানা অনুসারে কাস্টমারকে পণ্য সরবরাহ বা বিক্রি করার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকারভ ও বাণিজ্য মন্ত্রণালয় ।

উৎস: আই আই কে ।

Logo-orginal