, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কুয়েত থেকে অবৈধ অভিবাসীদের গ্রহণে যা বলল বাংলাদেশ

প্রকাশ: ২০২০-০৪-০৯ ১০:১২:২৯ || আপডেট: ২০২০-০৪-০৯ ১০:১২:২৯

Spread the love

(প্রবাসীদের ফাইল ছবি)
কুয়েতের আরবী দৈনিক আল কাবাসে গতকাল সংবাদ প্রকাশিত হয়েছিল যে, কুয়েতে সবচেয়ে বেশী প্রবাসী যেসব দেশের, তারা তাদের নাগরিকদের গ্রহণে অনীহা দেখাচ্ছে ।

কূটনীতিক সুত্রের বরাত পত্রিকাটি আরো জানায়, দিল্লী এবং ঢাকার কুয়েত দুতাবাস অবৈধ অভিবাসীদের ফেরত পাঁঠাতে ফ্লাইট চলাচলের অনুমতি চেয়েছে, তবে এখনো কোন সাড়া দেয়নি এশিয়ার বেশ কটি দেশ ।

আল কাবাসে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বাংলাদেশীদের গ্রহণে সেদেশের সরকার কিছু শর্ত দিয়েছে ।

তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র বলছে, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ, কুয়েত সরকার্র নিকট আরো কিছু দিন সময় চেয়েছে, যাতে সার্বিক পরিস্থিতির উন্নতি হয় ।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একজন জ্যৈষ্ঠ কর্মকর্তা আরটিএমকে বলেছেন, মধ্যপ্রাচ্যের সবকটি দেশের জেলে থাকা ও অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঁঠাতে কাজ শুরু করেছে, সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুদিন সময় চেয়ে কূটনীতিক তৎপরতা চালাচ্ছে ।

কুয়েতে গত ১ এপ্রিল থেকে সাধারণ ক্ষমা শুরু হয়েছে, ফিলিপাইন ও মিশরের নাগরিকরা ইতিমধ্যে তাদের দেশে ফেরত যেতে শুরু করেছে ।

বাংলাদেশীদের জন্য আগামী ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল রেজিঃ এর সময় নির্ধারিত আছে ।

উল্লেখ্য, কুয়েতে প্রায় ২০,০০০ বাংলাদেশী একামাহীন বা বিভিন্ন জটিলতায় অবৈধ অভিবাসীর তালিকায় নাম উঠেছে ।

Logo-orginal