, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কয়েকটি দেশ তাদের নাগরিকদের আরো কিছুদিন কুয়েত রাখতে অনুরোধ করেছে

প্রকাশ: ২০২০-০৪-০৮ ২০:০২:৪০ || আপডেট: ২০২০-০৪-০৮ ২০:০২:৪০

Spread the love

(ছবি, আল কাবাস থেকে সংগৃহীত )
কুয়েতঃ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের কুয়েত থেকে আপাতত প্রত্যাবাসন বা ফ্রেত না পাঁঠাতে অনুরোধ করেছে, দেশগুলি করোনাভাইরাসে বিপর্যস্থ এইসব দেশ কুয়েতকে তাদের নাগরিকদের করোনা সঙ্কটের অবসান না হওয়া পর্যন্ত রাখার অনুরোধ করেছে।

কূটনৈতিক সূত্রে আরবী দৈনিক আল-কাবাস বিষয়টি নিশ্চিত করে আজ বুধবার সংবাদ প্রকাশ করেছে ।

সূত্রগুলি বলেছে, বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা, বিশেষত কুয়েতে তাদের প্রচুর জনগোষ্ঠী রয়েছে, সে সব রাষ্ট্রদূতরা বলেছে তাদের দেশে করোনার প্রভাবের ভিতর প্রবাসীরা ফেরত গেলে, অতিরিক্ত চাপ পড়বে, তাই আপাতত আরো কিছুদিন কুয়েতে রাখার অনুরোধ করেছে ।

বিদেশীরা রাষ্ট্রদূতরা, মহামারী মোকাবেলায় কুয়েতের স্বাস্থ্য ব্যবস্থার প্রশংসা করে বলেছেন, তাদের নাগরিকদের এখন সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় চিকিত্সা এবং উপাদানীয় ক্ষমতা প্রয়োজন,যা তাদের দেশের নেই ।

Logo-orginal