, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

জিলিবের লকডাউন দৃশ্য আল কাবাসের ক্যামরায়

প্রকাশ: ২০২০-০৪-০৮ ০৮:৩২:২৮ || আপডেট: ২০২০-০৪-০৮ ০৮:৩২:২৮

Spread the love

ছবি ও ভিডিও, আল কাবাস থেকে সংগৃহীত ।
কুয়েতের জিলিব ও মাহাবুল্লায় করোনা প্রতিরোধে গতকাল থেকে শুরু হয়েছে পুর্ণ লকডাউন, এই দুই এলাকায় করোনা রোগী সনাক্ত হওয়ার পর মূলত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে লকডাউন ঘোষণা করে কুয়েত স্বরাষ্ট্র সরকার ।

আল কাবাস পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ভিডিও চিত্রে দেখা যায় জিলিবের পুরো এলাকা কাঁটাতারের বেড়া ও প্রবেশ পথে ঘিরে রেখেছে আইন শংখলা বাহিনী ।

বাংলাদেশী অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত হাছাবিয়ার অনেক প্রবাসী আরটিএমকে জানিয়েছে, মঙ্গলবার ১ম দিনের লকডাউনে সেখানকার বাকালা ও অন্যন্যা খাদ্য সামগ্রীর দোকান খালি হয়ে গেছে, এই অবস্থায় খাবার সংকটের আশঙ্কা অনেকের ।

আরটিএমে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আজ রাতে প্রতিবেদন প্রকাশিত হবে । আপনার মতামত জানান, আমাদের পেইজের ইনবক্সে বা ই-মেইলে ।

Logo-orginal