, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ১০ জন এবং ১৩৭ বাংলাদেশীসহ ৯০০ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-২৩ ১৭:২৮:২৯ || আপডেট: ২০২০-০৫-২৩ ১৭:৩৭:০৬

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ১০ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৯০০ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২০,৪৬৪ জন ।

আজকের ২৩২ জনসহ মোট সুস্থ হওয়ার সংখ্য ৫,৭৪৭ জন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ জুমাবার (২২ মে) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন, নতুন শনাক্ত হয়েছে ২৬৪ ইন্ডিয়ান ও ১৩৭ বাংলাদেশীসহ ৯০০ জন ।

মন্ত্রণালয় জানান, মোট আক্রান্তের সংখ্যা ২০,৪৬৪ জন। মোট মৃতের সংখ্যা ১৩৮ জন ।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৬৪ ভারতীয়, ১৯৭ মিশরি, ১৬৪ কুয়েতি, ১৩৭ বাংলাদেশী ও বাকীরা বিভিন্ন দেশের নাগরিক ।

সবচেয়ে বেশী শনাক্ত হয়েছে ফারওয়ানিয়ায় ১০০ জন, জিলিবে ৭৮ জন, ৬৮ মাহবুল্লায়, মাঙ্গাফে ৬৭ এবং, খাইতান ৬৭ জন, বাকীরা বিভিন্ন এলাকায় বসবাসরত ।
আইসিউতে চিকিৎসাধীন আছে ১৯২ জন, নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৫৬৯ জন ।
কুয়েতে টেস্ট করা হয়েছে মোট ২৬৮,১৫৪ জনকে

Logo-orginal