, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ইসরাইলি বাহিনীকে হেরবনে প্রবেশ করতে দেয়নি ফিলিস্তানী সেনারা

প্রকাশ: ২০২০-০৫-২৩ ১৭:১৩:০৬ || আপডেট: ২০২০-০৫-২৩ ১৭:১৩:০৮

Spread the love

আরটিএম নিউজ ডেস্কঃ ফিলিস্তান ও ইসরাইলিদের সুরক্ষা সমন্বয় বন্ধ হওয়ার পরে প্রথম সংঘর্ষে … প্যালেস্তিনি বাহিনী ইসরাইলি টহলরত বাহিনীকে হেবরনে প্রবেশ করতে দেয়নি।

ফিলিস্তিনি ও ইস্রায়েলি সূত্র প্রকাশ করেছে, গতকাল (শুক্রবার), পশ্চিম তীরে ইস্রায়েলি সার্বভৌমত্ব আরোপ করার বিরুদ্ধে এটি ফিলিস্তানী বাহিনীর ১ম পদক্ষেপ ।

এর আগে গত মঙ্গলবার তাদের মধ্যে সুরক্ষা সমন্বয় বন্ধ ঘোষণা দেয় ইহুদী রাষ্ট্র ইসরাইল ।

ইস্রায়েলি টহল গতকাল আগের দিন হেবরন গেটে এসে চেষ্টা করে এবং তারা নগর কেন্দ্রের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে ফিলিস্তিনি বাহিনী এতে আপত্তি জানিয়ে তাদের প্রবেশ করতে দেয়নি ।

হেরবনে প্রবেশ করার জন্য অতিরিক্ত সেনা এসেছিল, কিন্তু তাতে ফিলিস্তিনি বাহিনীর অবস্থান পরিবর্তন হয়নি।

কয়েক মিনিট পরে, ইস্রায়েলের টহলটি তাদের কতৃপক্ষের সাথে পরামর্শ করে এবং উত্তেজনা যাতে না বাড়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় ।

ইস্রায়েলে নতুন নির্বাচনে জিতে সরকার গঠন করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেশ কট্টর মনোভাব দেখিয়ে হেরবনে বসতি গড়ার ঘোষণা দিলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে ।

সুত্রঃ মিডল ইষ্ট নিউজ ।

Logo-orginal