, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ইসলাম বিরোধী টুইট করে দুবাইতে বরখাস্ত হলেন ৩ ভারতীয়

প্রকাশ: ২০২০-০৫-০২ ১৯:৪১:৪৪ || আপডেট: ২০২০-০৫-০২ ১৯:৪১:৪৬

Spread the love

দুবাই: মনে হচ্ছে যে ভারতীয় মিশনের সতর্কবাণীগুলি বধির কানে পড়েছে কারণ সামাজিক যোগাযোগের মাধ্যমে অবর্ণনীয় ইসলামফোবির মন্তব্য নিয়ে ভারতীয় অভিবাসীদের তালিকা দীর্ঘায়িত হচ্ছে ।

দুবাইয়ের ভারতীয় মিশন তাদের নাগরিকদের বার বার অনুরোধ করেছে ইসলাম বিরোধী কোন পোস্ট না দিতে, কিন্তু কে শুনে কার কথা, আমিরাতে থাকা নামকরা ইন্ডিয়ান প্রবাসীরা ইসলাম ও মুসলমান নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিচ্ছে ।

সপ্তাহান্তে, সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা তাদের আপত্তিকর পোস্টগুলি নিয়োগকর্তাদের নজরে আনার পরে কমপক্ষে আরও তিনজনকে বরখাস্ত করা হয়েছে ।

ক্রমবর্ধমান তালিকার সর্বশেষতম সংযোজনটিতে ভারতীয়রা হল, ইতালিয়ান শেফ রাওয়াত রোহিত, স্টোরকিপার শচিন কিনিগোলি এবং একজন ক্যাশিয়ার যার নাম কতৃপক্ষ প্রকাশ করেনি ।

এর আগে প্রায় অর্ধ ডজন নাগরিক ঘৃণ্য-অভিজাতদের সাথে যোগ দিয়ে একইভাবে সমস্যায় পড়েছিল।

সাম্প্রতিক ভারতের মুসলিম বিদ্বেষী ঘটনার জের পুরো মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট, টুইট বা ভিডিওতে ভরপুর ।
সুত্রঃ গালফ নিউজ ।

Logo-orginal