, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে আটকে পড়া প্রবাসীদের ফেরত না নিলে কঠোর ব্যবস্থাঃ স্পীকার

প্রকাশ: ২০২০-০৫-০৭ ২২:৪৭:২৯ || আপডেট: ২০২০-০৫-০৭ ২২:৫০:১৭

Spread the love

কুয়েতে আটকে পড়া প্রবাসীদের ফেরত নিতে যেসব দেশ কালক্ষেপণ করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার ইঙ্গিত দিলেন দেশটির স্পিকার মারজুক আল গানাম।

বৃহস্পতিবার (৭ মে) আরব টাইমসে প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয়।

কুয়েতের জাতীয় সংসদের স্পিকার মিঃ মারজুক পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছেন, তিনি বলেন যেসব দেশ নিজ দেশের নাগরিকদের ফেরতে নিতে কালক্ষেপণ করতেছে এবং নাগরিকের অধিকারের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছে, সে সব দেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কোন দেশের নাম উল্লেখ না করে কুয়েতে বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টরিয়ান মিঃ মারজুক বলেন, যেসব দেশ দিনে মাত্র ২ টি ফ্লাইটেের অনুমতি দিয়েছে, তাও যথেষ্ট নয়।

নিজ নিজ দেশের নাগরিকদের দ্রুত দেশে ফেরত নিতে তাগিদ দেন তিনি।

প্রসঙ্গত, কুয়েতে বাংলাদেশীসহ এখনো ২৭,০০০ প্রবাসী আটকা আছে।

Logo-orginal