, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে কারফিউ ভঙ্গের দায়ে ৫ প্রবাসী ও ৪ কুয়েতি আটক

প্রকাশ: ২০২০-০৫-৩০ ১৬:০৯:০৫ || আপডেট: ২০২০-০৫-৩০ ১৬:০৯:০৬

Spread the love

কুয়েতে কারফিউ আইন ভঙ্গের দায়ে ৯ জনকে আটক পুলিশ । গতকাল শুক্রবার তাদের আটক করা হয় বলে জানিয়েছে কতৃপক্ষ ।

আজ শনিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইট একাউন্ট থেকে বিষয়টি নিশিত করে বলা হয়, আটক ৯ জনের মধ্যে ৪ কুয়েতি ও ৫ বিদেশী নাগরিক রয়েছে ।

দেশটির রাজধানী থে‍কে ২, হাওয়ালী থেকে ১, জাহারা থেকে ৪ এবং আহমদী থেকে ২ জনকে কারফিউ ভঙ্গের আটক করা হয় ।

প্রসঙ্গত, করোনা প্রভাব বিস্তার রোধে গত রোববার (১০ মে) বিকাল ৪টা থেকে কুয়েত জুড়ে পুর্ণ কারফিউ জারি করা হয়েছে, এবং আগামী ৩১ মে থেকে সব কিছু সীমিত আকারে খোলা হচ্ছে ।

নতুন করে ৩ সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে প্রবাসী অধ্যুষিত ৫ এলাকায় ।

Logo-orginal