, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ৯ জন, ও ১৪৭ বাংলাদেশীসহ ১০৭২ জন নতুন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-২৯ ১৯:৪৫:৪৩ || আপডেট: ২০২০-০৫-২৯ ১৯:৫৭:৫০

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৯ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ১০৭২ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২৫,১৮৪ জন ।

আজকের ৫৭৫ জনসহ মোট সুস্থ হওয়ার সংখ্য ৯,২৭৩ জন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ শুক্রবার (২৯ মে) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৯ জন, নতুন শনাক্ত হয়েছে ২৩৪ কুয়েতি, ২৯৩ ইন্ডিয়া্ন, ১৪২ মিশরি ও ১৪৭ বাংলাদেশীসহ ১০৭২ জন ।

ফারওয়ানিয়ায় জেলায় ৩৫৩,আহমদি ২৯৩, জাহারা ২২৩, হাওয়ালী ১১১ ও আল আসমা জেলায় ৯২ জন শনাক্ত হয়েছে।

জিলিবে ৯৩, ফারওয়ানিয়ায় ৮৯, আবদালীতে ৭৬,খাইতান ৭৬, মানগাফে ৭৪ জন, বাকীরা বিভিন্ন এলাকার।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫৭১৭ জন। আইসিউতে আছেন ১৯১ জন।

মোট মৃতের সংখ্যা ১৯৪ জন।

Logo-orginal