, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রামের কোভিড-১৯ নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ১১ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৫-০৬ ২২:৩০:৩১ || আপডেট: ২০২০-০৫-০৭ ০০:০৬:৫৮

Spread the love

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ১১ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে এ তথ্য জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বুধবার বিআইটিআইডিতে ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ১১ জনের।

তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে সাতকানিয়ার ১ জন, সীতাকুণ্ডের ১ জন , ফকিরহাটের( ফৌজদারহাট) ১ জন, চান্দগাও -১( মৃত), সিএমসিএইচ( CMCH) (ঝালকাঠির ঠিকানায়) মৃত ১ জন, রাহাত্তারপুল, বাকলিয়ায় ( মৃত) ১ জন, দামপাড়ায় ২ জন, সাগরিকায় ১ জন, নাসিরাবাদ, পাঁচলাইশে ১ জন এবং বহদ্দারহাটে ১ জন।

এদিকে চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জনে।

Logo-orginal