, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

লিবিয়াতে যে কারণে নির্মমভাবে খুন হয় ২৬ বাংলাদেশী

প্রকাশ: ২০২০-০৫-২৯ ১২:৩৪:৩২ || আপডেট: ২০২০-০৫-২৯ ১২:৩৪:৩৪

Spread the love

লিবিয়ার পশ্চিমাঞ্চলে মিজদা এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ জন অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে চারজন আফ্রিকার অধিবাসী। এ ঘটনায় আরো ১১ বাংলাদেশি আহত হয়েছে।

বিবিসি বাংলা ও ঢাকার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে, মুলত মানব পাচারকারীদের সাথে দন্ধে জড়িয়ে খুনের শিকার হয় এসব অভিবাসী।

রাজধানী ত্রিপলিতে জাতিসংঘ সমর্থিত সরকার জানিয়েছে, লিবিয়ার একজন মানব পাচারকারীকে হত্যার প্রতিশোধ নিতে এসব অভিবাসন প্রত্যাশীকে হত্যা করা হয়েছে।

সে মানব পাচারকারী তাদের লিবিয়ার বাইরে পাঠিয়ে দেবার প্রক্রিয়া শুরু করেছিল। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের দেশগুলোতে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে বহু বাংলাদেশীও রয়েছে।

মানব পাচারকারীদের মাধ্যমেই তারা ভূমধ্যসাগরের ঝুঁকিপূর্ণ পথ পাড়ি দেয়। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বহু বাংলাদেশীর সলিল সমাধিও হয়েছে।

নিহত ২৬ বাংলাদেশীর পরিচয় এখনো প্রকাশ করতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।

Logo-orginal