, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ৭ জন, ও ৩৮ বাংলাদেশীসহ নতুন শনাক্ত ৬০৮ জন

প্রকাশ: ২০২০-০৫-২৬ ১৫:৫১:৫২ || আপডেট: ২০২০-০৫-২৬ ১৬:০৩:১২

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৭ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৬০৮ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২২,৫৭৫ জন ।

আজকের ৬৮৫ জনসহ মোট সুস্থ হওয়ার সংখ্য ৭,৩০৬ জন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ মঙ্গলবার (২৬ মে) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৭ জন, নতুন শনাক্ত হয়েছে ২০০ ইন্ডিয়ান ও ৩৮ বাংলাদেশীসহ ৬০৮ জন ।

মন্ত্রণালয় জানান, মোট আক্রান্তের সংখ্যা ২২,৫৭৫ জন। মোট মৃতের সংখ্যা ১৭২ জন ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২০০ ভারতীয়, ১৪৬ কুয়েতি, ৭৮ মিশরি, ৩৮ বাংলাদেশী ও বাকীরা বিভিন্ন দেশের নাগরিক ।

জেলা ভিত্তিকঃ ফারওয়ানিয়া ১৮০ জন, হাওয়ালি ১১৪ জন। আহমদী ১৭৫ জন, কুয়েত সিটি ৭৮ জন এবং জাহারায় ৬১ জন।

সবচেয়ে বেশী শনাক্ত হয়েছে জিলিবে ৪৯ জন। ফারওয়ানিয়ায় ৪৮ জন, খাইতানে ৪৮ জন এবং হাওয়ালি ৩৭ জন ।

আইসিউতে চিকিৎসাধীন আছে ১৯৬ জন, নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,০৯৭ জন ।

কুয়েতে টেস্ট করা হয়েছে মোট ২৭৬,২০৭ জনকে ।

Logo-orginal