, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

করোনায় সৌদিতে মারা গেছে ৩৯ জন, আক্রান্ত ৪৫০৭ জন ও সুস্থ ৩১৭০ জন

প্রকাশ: ২০২০-০৬-১৫ ১৯:০৩:৩৮ || আপডেট: ২০২০-০৬-১৫ ১৯:০৩:৪০

Spread the love

প্রাণঘাতী করোনায় সৌদিতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত ৪৫০৭ জন ও মারা গেছে বাংলাদেশীসহ ৩৯ জন ।

মোট আক্রান্তের সংখ্যা এক লক্ষ ৩২ হাজার ৪৮ জন ।

আজ সুস্থ হয়েছে ৩১৭০ জন, মোট সুস্থের সংখ্যা ৮৭,৮৯০ জন, আইসিউতে আছেন ১৮৯৭ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ৪৩,১৪৭ জন ।

স্বাস্থ্য মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরো ৩৯ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১১ জনে ।

মৃতদের পরিচয় নিশ্চিত করা হয়নি । তবে বেশীর ভাগই বিদেশী নাগরিক বলে জানা গাছে । যাদের মধ্যে বাংলাদেশীও রয়েছে ।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে রিয়াদে ১৬৫৮, জেদ্দায় ৪১৩, মদীনায় ১২৫, মক্কায় ৩৮৯, হুফুফ ২০৫, দাম্মাম ২৭০, তায়েফ ১৩০, আল মোজআহামিয়া ২৭, সাফওয়া ৪৫, জোবাইল ৫৩, তাবুক ২১, খোবার ৮৯, কাতিফ ১৮৩, ইয়ানবো ২৩, খামিছ মুশহিত ৮৫, ওয়াদি আলদওয়াসির ৫০, হাফরা আল বাতিন ২৯, বুরাইদা ৩৯, দাহরান ৩৮, আদ দিরিইয়া ১৭, হাইল ১৪, আল খারাজ ২৭, আল মুবাররজ ৪৫, হাফরা বাতেন ৩৬, ইয়ানবো ২৮, আবাহা ৫৫ জন এবং বাকী মামলা গুলি দেশটির বিভিন্ন প্রদেশে শনাক্ত হয়েছে ।

সৌদিতে মোট টেস্ট করা হয়েছে প্রায় ১০৯২,০২১ জনকে ।

Logo-orginal