, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ৪ জন ও ৯১ বাংলাদেশীসহ নতুন ৭১০ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৬-০৩ ১৬:১৫:১৯ || আপডেট: ২০২০-০৬-০৩ ১৬:২৫:৪৩

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৪ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৭১০ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২৯,৩৫৯ জন । মোট মৃতের সংখ্যা ২৩০ জন ।

আজকের ১৪৬৯ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৫,৭৫০ ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ বুধবার ( ৩ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪ জন, নতুন শনাক্ত হয়েছে ২৫৬ কুয়েতি, ১৪৩ ইন্ডিয়া্ন, ৯১ মিশরি ও ৯৩ বাংলাদেশীসহ ৭১০ জন ।

ফারওয়ানিয়ায় জেলায় ২৮২, আহমদি ২১৬, জাহারা ১৪০, আহমদি ১৩০, হাওয়ালী ৮৮ ও আল আসমা জেলায় ৭০ জন শনাক্ত হয়েছে।

জিলিবে ৮২, ফারওয়ানিয়ায় ৭৩, আবদালীতে ৩৯, মাহবুল্লা ৪২, খাইতানে ৪১, সালমিয়া ২৮, সাদ আব্দুল্লাহ ২৮, অয়াহা ৩৬ জন, বাকীরা বিভিন্ন এলাকার।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩.৩৭৯ জন। আইসিউতে আছেন ১৯১ জন।

করোনা টেস্ট করা হয়েছে মোট ৩০৩,,২৮৫ জনকে ।

Logo-orginal