, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে মারা গেছে ৬ জন ও ৯৬ বাংলাদেশীসহ ৮৮৭ জন শনাক্ত

প্রকাশ: ২০২০-০৬-০২ ১৬:১১:৪৪ || আপডেট: ২০২০-০৬-০২ ১৬:১৯:১৭

Spread the love

কুয়েতে করোনায় মারা গেছে বাংলাদেশীসহ ৬ জন, নতুন শনাক্ত হয়েছে কুয়েতি, বাংলাদেশী, মিশরি ও ভারতীয়সহ ৮৮৭ জন ।

মোট আক্রন্তের সংখ্যা ২৮,৬৪৯ জন । মোট মৃতের সংখ্যা ২২৬ জন ।

আজকের ১৩৮২ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১৪,২৮১ ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ মঙ্গলবার ( ২ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিং এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডাঃ আবদুল্লাহ সানাদ এই তথ্য নিশ্চিত করা হয় ।

তিনি জানান, কুয়েতে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৮ জন, নতুন শনাক্ত হয়েছে ৩১৪ কুয়েতি, ২০১ ইন্ডিয়া্ন, ১১৫ মিশরি ও ৯৬ বাংলাদেশীসহ ৮৮৭ জন ।

ফারওয়ানিয়ায় জেলায় ৩০০, আহমদি ২১৬, জাহারা ১৭৩, হাওয়ালী ১১৭ ও আল আসমা জেলায় ৮১ জন শনাক্ত হয়েছে।

জিলিবে ৭৬, ফারওয়ানিয়ায় ৭৪, আবদালীতে ৩৯, মাহবুল্লা ৪২, খাইতানে ৪২, মাঙ্গাফে ৩৮, অয়াহা ৩৬ জন, বাকীরা বিভিন্ন এলাকার।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,১৪২ জন। আইসিউতে আছেন ১৮৭ জন।

করোনা টেস্ট করা হয়েছে মোট ৩০০,,৩৫১ জনকে ।

Logo-orginal