, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

জিলিব অঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছে ভারতের রাষ্ট্রদূত

প্রকাশ: ২০২০-০৬-০৪ ১২:৫৫:২৪ || আপডেট: ২০২০-০৬-০৪ ১৩:০৪:২৪

Spread the love

ভারতীয় রাষ্ট্রদূত এইচ ই কে জীব সাগর গত সপ্তাহে জিলিব অঞ্চল পরিদর্শন করেছিলেন ভারতীয় সম্প্রদায়কে ত্রান সামগ্রী বিতরণে অংশ নেন।

রাষ্ট্রদূত কে জীবন সাগরকে স্বাগত জানিয়ে আইসিএসজি-র আহ্বায়ক রাজপাল তায়গি হেল্পিনে ভারতীয় দূতাবাসের দ্বারা গঠিত ত্রাণ বিতরণ কমিটির ভুয়শী প্রশংসা করেন।

রাষ্ট্রদূত মিঃ সাগর বলেন, যদিও আমি ভারতীয় সম্প্রদায় দ্বারা গ্রুপ গঠনের বিশেষ সুযোগ পেয়েছি, তবে কমিনিউটির লোকজন আসল প্রচেষ্টা করেছে এবং ভারতীয় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে।

১৪ জন বিশিষ্ট ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের নিয়ে গঠিত আইসিএসজির কমিটি কুয়েতের কিছু এলাকায় মৌলিক প্রয়োজনের সাড়া দেওয়ার জন্য ভারতীয় দূতাবাস দ্বারা গঠিত হয়েছিল।

প্রসঙ্গত, নতুন রাষ্ট্রদূত হিসেবে গত সপ্তাহে কুয়েতে যোগদান করেছিলেন মিঃ জীবন সাগর।

সুত্রঃ আরব টাইমস।

Logo-orginal