, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

তারপরেও আমি স্বপ্ন সাজাই

প্রকাশ: ২০২০-০৬-১২ ১৯:৩০:১৯ || আপডেট: ২০২০-০৬-১২ ১৯:৩০:২০

Spread the love

মোহাম্মদ হান্নান, ওমানঃ আমি প্রবাসী! পাসপোর্ট যেদিন হাতে নিয়েছি সেই দিন থেকে স্বপ্ন শুরু!
কিন্তু বিমান থেকে নেমেই শুরু হলো আমার স্বপ্ন ভাঙ্গার মহাউৎসব! যে স্বপ্ন আমার বুকে বাসা বেধেছে তার ধারের কাছেও পৌঁছাতে পারিনি আমি! সেই ২০১৬ সাল থেকে এখনো যুদ্ধ করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভালো জানেন কি হবে তবে আমি থেমে নেই!

প্রতিদিন আমার জন্মভূমির হাজার হাজার খবর মনটাকে বিষণ্ণ করে তোলে এ যেনো মরার উপর খাঁ!!!
চট্টগ্রামে ১৮ ঘন্টা হাসপাতালে ঘুরে স্বামীর সামনে মারা গেলেন ৯ মাসের অন্তঃসত্ত্বা মহিলা! ঢাকা মেডিকেল কলেজের গেইটে ছেলেরা করোনা সন্ধেহে মাকে রেখে পালিয়েছে!! মানবতা পালিয়ে বেড়াচ্ছে মুখোশের আড়ালে! জানি না তার পরে আর কি আছে ।

অচিরেই দেখতে হতে পারে দেশের আকাশে ঝাঁকে ঝাঁকে কাক আর শকুন উড়ে বেড়াচ্ছে!

দেশ জুড়ে চলেছে বালিশের ব্যাবসায়ীর পরিবর্তন, তারা এখন হাত বাড়িয়েছে ডাক্তরী ইকুয়েপমেন্টের দিকে!!! ব্যাবসা তাদের করতেই হবে! সাধারণ মানুষক মরলো কি বাঁচলো তাতে কিছু আসে যায়না! সাহারা খাতুন বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি আছেন!! দেশের ভিআইপিরা এখন আর বিদেশ যেতে পারছেন না!!

উপরের মহল থেকে চিন্তা করা হচ্ছে সাবেক মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্যে সাটার বিমানে করে দেশের বাহিরে নেয়া হবে! কিন্তু ৮ লাখ বাঙ্গালীর মধ্যে অনেকেই কষ্টে আছে ওমানে সেই খবর কেউ রাখছে না!!! সারা বিশ্বে যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক তখন আমাদের দেশের মানুষ টেস্ট করাতেই হিমসিম খাচ্ছে!

এদিকে মালেশিয়া বাঙ্গালী বিক্রি করছে করোনা সার্টিফিকেট!!
জাপানে করোনা কেলেঙ্কারিতে বাঙ্গালীর সম্মান ধুলোয়!!!
ওমানে এম্বাসির সামনে বাঙ্গালীর মিছিল!!

সব কিছু চলেছে এলোমেলো ভাবে! কিন্তু দেশের বাজেট হয়েছে বেশ! প্রবাসীদের জন্যে কি রেখেছে দেশ???

এত কিছুর মাঝেও আমি বেঁচে আছি, নেইতো আমার স্বপ্নের শেষ!
নতুন করে রোজ রাতেই স্বপ্ন স্বাজাই অচিরেই ফিরবো আবার দেশ!

লেখকঃ ওমান প্রবাসী ও কলামিস্ট ।

Logo-orginal