, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আজ চালু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প “খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প,কক্সবাজার”

প্রকাশ: ২০২০-০৭-২৪ ১০:৪০:০৭ || আপডেট: ২০২০-০৭-২৪ ১০:৪০:০৯

Spread the love

জয়নাল আবেদীন,কক্সবাজারঃ সমুদ্র সৈকতের রাণী ক্কসবাজারে আজ উদ্ভোধন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প “খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প,কক্সবাজার।

বিশাল এই প্রকল্প নির্মাণে কাজ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ান টীম।

এক নজরে প্রকল্প: ১৯ টি ৫ তলা ভবন, ফ্ল্যাট পাবে ৬০০ পরিবার ।

থাকছে ৪টি জোন: আবাসিক জোন (মোট ১৩৯ টি ৫ তলা ভবন করা হবে),পর্যটন জোন,শুটকি জোন,বাপার জোন।

থাকছে স্কুল,মসজিদ,হাসপাতাল ও বিনোদনের সুবিদা।

প্রথমে ৬০০ পরিবার ঘর ফেলেও পরে বাকী ভবনের কাজ শেষ হলে সর্বমোট ৪৪০৯ টি পরবার ফ্লাট পাবে এই প্রকল্পে।

১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে যারা উদ্বাস্তু হয়ে মহেশখালি ও কুতুবদিয়া হতে এসে কক্সবাজার বিমানবন্দরের পাশে সমিতি পাড়া নামক জায়গায় বসবাস করতো তাদেরকে দেয়া হচ্ছে খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প,কক্সবাজারে নির্মিত ফ্ল্যাট গুলি।

Logo-orginal