, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আজ মন্ত্রী পরিষদ বৈঠক, ফারওয়ানিয়া জিলিব ও মাহবুল্লার বিষয়ে সিদ্ধান্ত

প্রকাশ: ২০২০-০৭-০২ ১০:৩৩:২০ || আপডেট: ২০২০-০৭-০২ ১০:৪৭:২৪

Spread the love

কুয়েতে লকডাউনে থাকা আলোচিত জিলিব, মাহবুল্লা ও ফারওয়ানিয়ার বিষয়ে আজ আলোচনা হবে মন্ত্রী পরিষদ বৈঠকে ।

আজ বৃহস্পতিবার ভিডিও যোগাযোগের মাধ্যমে দেশটির প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদের সভাপতিত্বে বিশেষ বৈঠকে মন্ত্রিপরিষদকে এই ৩ এলাকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ।

কুয়েতের করোনা বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটি জিলিব মাহবুল্লা ও ফারওয়ানিয়ার করোনা পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে আজ ।

কুয়েতের পত্র পত্রিকার স্থান পেয়েছে দীর্ঘ লকডাউনে থাকা এই ৩ এলেকা নিয়ে, সূত্রে জানা গেছে, উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল-সালেহির নেতৃত্বে জরুরি কমিটি একটি বিস্তৃত এবং নির্ভুল প্রতিবেদনে এই তিনটি বিচ্ছিন্ন অঞ্চলের প্রতিটি এলাকার স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক ও সুরক্ষা অবস্থার সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত থাকবে ।

তবে স্বাস্থ্যগত দিক থেকে ভাল অবস্থানে রয়েছে মাহবুল্লা এলাকা, গত দুই সপ্তাহ ধরে স্বাস্থ্য মন্ত্রনালয় মাহবুউলায় নাগরিকের কোনও সংক্রমণ বা কোন প্রবাসীর আক্রান্ত হওয়ার রেকর্ড হয়নি ।

এর আগে গত কয়েকদিন আগে মাহবুল্লা আবু খলিফার স্থানীয় সাংসদ, লকডাউন তুলে নিতে আবেদন করেছেন ।
(ফাইল ছবি) ।

Logo-orginal