, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আপনি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সৈনিক নয়তো

প্রকাশ: ২০২০-০৭-১২ ১১:৫৯:১৭ || আপডেট: ২০২০-০৭-১২ ১১:৫৯:১৮

Spread the love

আবদুল হান্নান (মুক্তমত)ঃ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা হচ্ছে কাপুরুষের কাজ! পৃথিবীর ইতিহাসে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে কেউ পারপায়নি বা কেউ টিকতে পারেনি!
আমরা যারা প্রবাসে থাকি আমাদেরকে বালা হয় রেমিট্যান্স যোদ্ধা অনেকেই আমাদেরকে তকমা দেন রাষ্ট্রিয় যোদ্ধার পরের স্থান আমাদের!! আমি তাই মনে করি!
আমরা যারা বিদেশ থাকি পরিবার-পরিচজন ছেড়ে, কেউ স্বীকৃতি দেক আর নাদেক তারা একেকটা যোদ্ধা!

তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সবাই কমবেশি হতাশা গ্রস্থ!! তাই বলে কি ভেঙ্গে পড়বো??? নাহ!! যোদ্ধা কখনো ভেঙ্গে পড়ে না!
আপনি এসেছেন নিজের শ্রম দিয়ে পরিবার ও দেশের অর্থনীতির চাকা সচল রাখতে! তাহলে আপনিই যদি ভেঙ্গে পড়েন বাকিদের কি হবে???
যোদ্ধাদের ময়দানে টান টান উত্তেজনা থাকবেই!
হয়তো বর্তমান করোনা পরিস্থিতিতে বিদেশের অবস্থা খারাপ তাই বলে যে কখনো ঠিক হবে না এটা কিন্তু সঠিক না!
একটু কষ্ট করে হলেও পরিবারের কথা ভেবে থাকা দরকার,

আমাদের দেশের পরিস্থিতি কতটা উন্নত এটা আমরা সবাই জানি! এই নয় যে আপনি বিদেশ থেকে চলে গেলে দেশে আরো ভালো থাকবেন! কে দেবে আপনাকে এমন নিশ্চয়তা???

বিদেশের মাটিতে যারা সফলতা পেয়েছে তারা অনেকেই বর্তমান পরিস্থিতির চাইতে অনেক কষ্ট করেছে!

তাই অনুরোধ করবো যারা বিভিন্ন ছোট খাটো কারনে বিদেশ ছেড়ে একেবারে চলে যাবেন ভাবছেন আবার চিন্তা করে দেখুন!!
দেশে গেলে আপনার আর্থিক, মানসিক, পারিবারিক পরিস্থিতি বিদেশের চাইতে ভালো হবে তো?

নাকি আপনি ভয়ে যোদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সৈনিকের ভুমিকায় আছে??

Logo-orginal