, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

উখিয়া থেকে অপহৃত রোহিঙ্গা শিশু উদ্ধার, আটক ১

প্রকাশ: ২০২০-০৭-২৪ ২২:০৮:২৫ || আপডেট: ২০২০-০৭-২৪ ২২:০৮:২৭

Spread the love

জয়নাল আবেদীন, কক্সবাজারঃ জেলার উখিয়া উপজেলার জামতলি রোহিঙ্গা ক্যাম্প ১৫ নং ব্লক থেকে অপহরণ হওয়া ১২ বছর বয়সী শিশুকে উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ।

আজ শুক্রবার অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সংবাদ পেয়ে জামতলি পুলিশ ক্যাম্পের এসআই মোহাম্মদ শাহীন মিয়া শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে ।

পুলিশ জানিয়েছে, অপহরণকারী জাহেদ হোসেন (২৩) একই ক্যাম্পর মোঃ হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আরটিএম প্রতিনিধিকে জানায়, গত বুধবার ২২ জুলাই রাতে জামতলি রোহিঙ্গা ক্যাম্প ১৫ নং জি ব্লকের রজক্ষাকাটা ইটের রাস্তা দিয়ে যাওয়ার সময় ২ নং ব্লকের আব্দুর রশিদের মেয়ে নূর আংকিজ (১২) জোরপূর্বক সিএনজিতে তোলে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

বিষয়টি লোকজন খবর পয়ে রোহিঙ্গা পুলিশ ক্যাম্পে ফোন করে সংবাদ দিলে পরে সিএনজিটি আটক করা হয়।

গতকাল জামতলি পুলিশ ক্যাম্পে অপহরন কৃত সিএনজি আটকের সংবাদ সংগ্রহে একজন সংবাদ কর্মী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে পুলিশ ক্যাম্পে গেলে আমি সাংবাদিক পরিচয় দিলে আমাকে গেইটে থাকা এক পুলিশ কনস্টেবল বলেন ‘সাংবাদিক নো এলাও’?

তখন আমি চলে আসি, পরে অত্র ক্যাম্পে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার (এজবি) মুটোফোনে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য সংগ্রহ করি।

পুলিশ জানিয়েছে, অপহরণকারী আসামীর মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Logo-orginal